মহিমা আজম হিমু
এক আকাশ তোমার ,
যে আকাশ কখনো আমি ছুঁয়ে দিতে পারি নি ।
শুধু অবুঝ বিহঙ্গের মত ,
তোমার স্পর্শহীন আকাশ হাতড়েছি ।
এক আকাশ তোমার ,
যে আকাশের নীলিমায় মুগ্ধ গোধূলি........
খন্ড খন্ড মেঘেরা যে আকাশের অলংকৃত ঝংকার ।
সবাই মুগ্ধ ,,,সবাই তৃপ্ত.......
কেবল আমার বৈরী মনই ,
তোমার আকাশের ঘনঘটায় আবৃত হতে চেয়েছে ।
তোমায় ভালোবেসেছি বলে,,,,
তবুও যে আমি,,,
একেবারেই শুন্য ।
আমি যে ,
তোমায় ভালোবাসতে অপারাগ......।
এক আকাশ আমার ,
যে আকাশটিই ছিলে তুমি.....।
শুধু এ আকাশের
মেঘের বুক চিরে দেখাতে পারি নি ,,,
তোমার জমানো ক্রন্দন গুলো এ আকাশেই জমা ।
এক আকাশ আমার ,
যে আকাশে তোমার অন্তরালের গলিত আর্তনাদে ,,,
অষ্টাদশীর চিৎকারে আবৃত থাকে
আমার মেঘমাল্লারা ।
তোমার খন্ড মেঘেরা ধূসর হয়ে ,
আমার আকাশ তা বৃষ্টি ঝড়ায় ।
আকাশ আমার ভারী হয় ,
তোমার ধোঁয়াশা ক্রন্দনে ।
আমার ঝড়ানো বৃষ্টিতে ,
তোমার আকাশ শীতল হয় ।
তৃপ্তির এক ম্লান হাসিতে
ভরে যায় তোমার মুখচ্ছায়া .....
তাতে আমার বুকের সর্বশেষ উপহার,,,
রংধনুটি আমি তোমায় উৎসর্গ করি ।তোমার আকাশটিকে ভালোবাসি বলে....
এক আকাশ তোমার ,,,
যে আকাশে উড়ে বেড়ানো ও আমার মানা.......,
এক আকাশ আমার ,,,
যে আকাশের ধূসর রেখায়
তুমিই রংধনু........।
এক আকাশ তোমার ,,,
যে আকাশ আমার জন্যে
চিরতরে শূন্য.......,
তা জেনেও....
আমার আকাশটি যে,,,
তোমার পাওয়ার
পরিপূর্ণ.......।
যে আকাশ কখনো আমি ছুঁয়ে দিতে পারি নি ।
শুধু অবুঝ বিহঙ্গের মত ,
তোমার স্পর্শহীন আকাশ হাতড়েছি ।
এক আকাশ তোমার ,
যে আকাশের নীলিমায় মুগ্ধ গোধূলি........
খন্ড খন্ড মেঘেরা যে আকাশের অলংকৃত ঝংকার ।
সবাই মুগ্ধ ,,,সবাই তৃপ্ত.......
কেবল আমার বৈরী মনই ,
তোমার আকাশের ঘনঘটায় আবৃত হতে চেয়েছে ।
তোমায় ভালোবেসেছি বলে,,,,
তবুও যে আমি,,,
একেবারেই শুন্য ।
আমি যে ,
তোমায় ভালোবাসতে অপারাগ......।
এক আকাশ আমার ,
যে আকাশটিই ছিলে তুমি.....।
শুধু এ আকাশের
মেঘের বুক চিরে দেখাতে পারি নি ,,,
তোমার জমানো ক্রন্দন গুলো এ আকাশেই জমা ।
এক আকাশ আমার ,
যে আকাশে তোমার অন্তরালের গলিত আর্তনাদে ,,,
অষ্টাদশীর চিৎকারে আবৃত থাকে
আমার মেঘমাল্লারা ।
তোমার খন্ড মেঘেরা ধূসর হয়ে ,
আমার আকাশ তা বৃষ্টি ঝড়ায় ।
আকাশ আমার ভারী হয় ,
তোমার ধোঁয়াশা ক্রন্দনে ।
আমার ঝড়ানো বৃষ্টিতে ,
তোমার আকাশ শীতল হয় ।
তৃপ্তির এক ম্লান হাসিতে
ভরে যায় তোমার মুখচ্ছায়া .....
তাতে আমার বুকের সর্বশেষ উপহার,,,
রংধনুটি আমি তোমায় উৎসর্গ করি ।তোমার আকাশটিকে ভালোবাসি বলে....
এক আকাশ তোমার ,,,
যে আকাশে উড়ে বেড়ানো ও আমার মানা.......,
এক আকাশ আমার ,,,
যে আকাশের ধূসর রেখায়
তুমিই রংধনু........।
এক আকাশ তোমার ,,,
যে আকাশ আমার জন্যে
চিরতরে শূন্য.......,
তা জেনেও....
আমার আকাশটি যে,,,
তোমার পাওয়ার
পরিপূর্ণ.......।