আরিফ মোস্তফা-কষ্ট



কষ্ট কি?
তুমি কি এর উত্তর জানো?
হুহ্-তুমি জানবে কি করে!
তুমি তো শুধু দিতে জানো;
পাওনি কখনো।
পেলে উত্তরটা জানতে
আমি জানি উত্তরটা কি;
কারন কষ্ট আমার নিত্য সঙ্গী।
বুকে চেপে আছে এটা;
যেন জগদ্দল পাথর একটা
বাইরের অন্ধকার গাঢ় থেকে গাঢ় হচ্ছে; কষ্টটাও বাড়ছে সাথে।
কি বোকা আমি!
তোমাকে বলে লাভ কি তাতে?
লাভ লোকসান নিয়ে আমার
নেই কোন মাথা ব্যাথা।
আচ্ছা একটা প্রশ্ন তোমায়; 

তুমি কষ্ট দিতে কেন,
বেছে নিলে আমায়?
কষ্টের কাছে আজ
এই আমি অসহায়
বাইরের আকাশটা কালো;
হয়তোবা আমার কষ্টটা
তাকে দিয়েছে দোলা।
কিন্তু আফসোস আমার,
তুমিই শুধু তা বুঝলে না
রাতের অন্ধকারটা যেন এক           
শিল্পীর কলো ক্যানভাস,
আঁকছি আমি তাতে কষ্টের প্রতিচ্ছবি।
আমার জীবনটাতো এমন ছিল না,
শুধু কষ্ট- কষ্ট আর বেদনা
ফেসবুক লিংক- https://www..facebook.com/arif.mostafa