নাছরিন জাহান রীতু-প্রত্যাশা


কখনো ঘৃনা হয় এই জীবনের উপর,

সব- যেন মনে হয় মূল্যহীন, আবার কখনো বিভোর হই,
আগামির স্বপ্নে,

উপড়ে ফেলি স্মৃতির অতল থেকে,
বেদনার বীষ বৃক্ষগুলো-

নির্জন রাতে আকাশের তারার মাঝে, খুঁজে ফিরি সেই অনাগত সুখ,
যার প্রত্যাশায়,
বেঁচে থাকার অদম্য স্পৃহা।

প্রতিক্ষায় থাকি আগামি কালের সূর্যের, হয়তো নিয়ে আসবে কোন নতুন বার্তা, হৃদয়ে লালিত স্বপ্নগুলো
খুজে পাবে প্রান

ফেসবুক-নাছরিন জাহান রীতু